আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
‘মুজিব বর্ষের অঙ্গীকার,সুরক্ষিত ভোক্তা অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমার্স এ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২০ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৫ মার্চ রবিবার সকাল ১১ টায় উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা ভাইসচেয়ারম্যান লায়লা পারভীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, কনজুমার্স এ্যাসোসিয়েশনের (ক্যাব) উপজেলার কমিটির সভাপতি সাংবাদিক কবীর হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশীদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা অনুপাম দাস, ক্যাবের সহসভাপতি আলমগীর কবির, প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার আলম,ক্যাবের প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত প্রমূখ।
এছাড়াও কর্মকর্তা/কর্মচারী,মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক,নারীনেত্রী ,ক্যাবের নেতাকর্মীসহ সুধী জনেরা উপস্থিত ছিলেন।