ফরিদপুরে মুজিব বর্ষে নদী ও পরিবেশ রক্ষায় বিলবোর্ড স্হাপন করলেন শিক্ষক নুরুল ইসলাম
মজিব বর্ষে প্রতিমাসে একটি ভালো কাজ করার অংশ হিসেবে নদী ও পরিবেশ রক্ষায় সচেতনতা মূলক বিলবোর্ড স্হাপন করলেন ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম।
বিউটিফুল ফরিদপুরের ব্যানারে রবিবার সকালে ফরিদপুর শহরতলীর ধলার মোড়ে ও ভাজনডাঙ্গা ভূইয়া বাড়ি ঘাটে দুটি বিলবোর্ড স্হাপন করেন তিনি। তার এই কাজে সহযোগীতা করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাহবুব হোসেন পিয়াল।
৷ শিক্ষক নুরুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবদ আমি ব্যাক্তিগত অর্থ দিয়ে প্রতিমাসে একটি করে ভালো কাজ করে থাকি ,ইতি পূর্বে আমি বজ্রপাতা প্রতিরোধে তালের বীজ বপন,শহরের সন্ধ্যোজ্য বহনে কৃষ্ণচুড়া গাছ রোপন,রাস্তার অসহয় ছিন্নমুল মানুষকে ডেকে এনে চাইনিজ খাওনো,এলাকার গরীব মানুষকে বাজার করে দেওয়া, ঈদের সময় কাপুর ও ঈদের খাদ্য সামগ্রী বিতরন করেছি।
তার এই কাজে সহযোগীতা করেন তার ছাত্র অরিন্দম,ফারাতুল ও সাজিন।