বোয়ালমারীতে সাপের কামড়ে মুদি ব্যবসায়ির মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী গ্রামের প্রনয় কান্ত রায় (৫৭) নামে একজনের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। সে বেড়াদী বিল চাপাদহ মৎস্যজীবি সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আশুতোষ বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেলে বেড়াদী বাজারে নিজের মুদি দোকানে ময়লা পরিষ্কার করার সময় তাকে সাপে কামড় দেয়। কিন্তু সে সাপকে দেখতে না পাওয়ায় বিষয়টি গুরুত্ব দেয়নি তখন।
ক্ষতস্হানে রক্ত বের হলে পরিবারের লোকজন ওঝা দিয়ে বিষ নামায়। পরে তার শারিরীক অবস্হা খারাপ হওয়ায় পরিবারের লোকজন রাত ৮টায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেন।