• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
শোক দিবসে সালথা’য় আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল।

১৫ই আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় অডিটরিয়াম কাম-মাল্টি পারপাস হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তাঁর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, আওয়ামী লীগ উপকমিটির সাবেক সহ-সম্পাদক কাজী শাহ জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, সংসদ উপনেতার ব্যাক্তিগত কর্মকর্তা আজাদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম অসাফোর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
ইতালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, যুবলীগ নেতা মামুন মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, আজকের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাঙ্গালীর মহা নায়ককে হত্যা করেছিলো ক্ষমতালোভী নরপিশাস কুচক্রী মহল। বাঙ্গালীর মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব। তাঁর চেতনা অবিনস্বর। মুজিব আদর্শের শনিত বাংলার আকাশ-বাতাস, জল-সমতল প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে। জাতীর পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম হয়েছিলো বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে শেখ হাসিনা’র নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

১৫ আগস্ট ২০২০

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।