• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
বোয়ালমারীতে জাতীয় শোক দিবস পালিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম সাহাদত বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে স্হাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান। পরে বোয়ালমারী উপজেলা নিবার্হী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মনজুর হোসেন, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, পৌর মেয়র মোজাফফর হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা প্রমুখ। সকাল ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া নিহতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল, চিত্রাংকন প্রতিযোগিতা, বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে উপজেলা যুবলীগের একাংশের উদ্যোগে স্হানীয় ডাকবাংলো চত্বরে শনিবার সকাল সাড়ে ১০টায় ১৫ আগস্ট কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্মার মাগফেরত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা যুবলীগের একাংশের আহবায়ক ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিুজ্জামান লিটুর সভাপতিত্বে উপস্হিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, এম এম আসাদুজ্জামান মিন্টু, যুবলীগের একাংশের যুগ্ম আহবায়ক মো. দাউদুজ্জামান দাউদ, সাবেক ছাত্রলীগ নেতা রাহদুল আক্তার তপন, রুবেল সিকদার, সদস্য মো. ওহিদ মেম্বার, জেলা ছাত্রলীগের সদস্য সোহরাব হোসেন, ছাত্রলীগ নেতা তমাল প্রমুখ। অনুষ্ঠানে যুবলীগ, ছাত্রলীগের সকল ইউনিয়নের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।