• ঢাকা
  • সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
কুষ্টিয়ায় থানাপাড়া বাঁধ সংলগ্ন এলাকায় যুবকের আত্মহত্যা

এপ্রিল ২৫-২০২০                                            মোঃ চাঁদ আলী কুষ্টিয়া প্রতিনিধি।                কুষ্টিয়ায় থানাপাড়া বাঁধ সংলগ্ন এলাকায় তপু হাওলাদার (৩০) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে । তপু হাওলাদার ঢাকা বিক্রমপুরের বাসিন্দা আলমাস হাওলাদারের পুত্র। কর্মের সন্ধানে কুষ্টিয়ায় সে দীর্ঘদিন যাবৎ বসবাস করছিলো এই এলাকায়। পেশায় সে পানির লাইনের মিস্ত্রি হিসাবে কাজ করতেন। দুই সন্তানের জনকের স্ত্রী তালাক দিয়ে ছেড়ে গেছেন অনেক আগেই। চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কর্মহীন হাওয়াই পারিবারিক কলহের জেরে এই ঘটনা বলে দাবি করেছেন নিহতের মা। তথ্যসূত্র জানা যায় , গতকাল রাতে আর্থিক বিষয়ে তার মায়ের সাথে বাক বিতর্কে জড়ায় হাওলাদার । এক পর্যায়ে সে নিজ ঘরে ভাঙচুর চালিয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই বলে জানায় তার মা। আজ সন্ধ্যা বেলা তার মা তাকে খাবার জন্য ডাকতে গেলে, অনেক ডাকাডাকি করেও তার কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় রশি কেটে নিচে নামানো হয় তার মরদেহ। বিষয়টি কুষ্টিয়া মডেল থানা কে অবগত করলে, কুষ্টিয়া মডেল থানা মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।