পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে এবার অবশেষে দিনাজপুর জেলাকে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সর্বমোট দিনাজপুর জেলায় ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ৯২টি পরীক্ষা করে পার্বতীপুর পৌর শহরের নয়াপাড়া কালীবাড়িতে ১ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তি কিছুদিন পূর্বে ঢাকা থেকে পার্বতীপুরে এসেছে।দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম জানান, বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।