শফিকুল খান জনি,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেছে ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল।
সোমবার বেলা ১১ টায় জেলার নগরকান্দা উপজেলার ফুলসুতি আব্দুল আলেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর সৃতিচারণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বই বিতরণ, দোয়া ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করা হয়।
অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রায় ৩ হাজার অসহায়, এতিম ও পথচারীদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন জনতার মেয়র খ্যাত পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মিঠু।
সোমবার দুপুরে তিনি উপজেলার বিভিন্ন সড়কে চলাচলরত পথচারী ও এতিমখানার বাচ্চাদের মাঝে এসব খাবার বিতরণ করেন।
এছাড়া বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও বসুন্ধরা গ্রুপের পরিচালক এডভোকেট জামাল হোসেন মিয়ার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার তালমা মোড়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
শফিকুল খান জনি
১৫ আগষ্ট ২০২২