• ঢাকা
  • রবিবার, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং
ব্যতিক্রমী আয়োজনে জাতীয় শোক দিবস পালন করলেন সাবেক এমপি জুয়েল চৌধুরী

শফিকুল খান জনি,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেছে ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল।

সোমবার বেলা ১১ টায় জেলার নগরকান্দা উপজেলার ফুলসুতি আব্দুল আলেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর সৃতিচারণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বই বিতরণ, দোয়া ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করা হয়।

অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রায় ৩ হাজার অসহায়, এতিম ও পথচারীদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন জনতার মেয়র খ্যাত পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মিঠু।

সোমবার দুপুরে তিনি উপজেলার বিভিন্ন সড়কে চলাচলরত পথচারী ও এতিমখানার বাচ্চাদের মাঝে এসব খাবার বিতরণ করেন।

এছাড়া বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও বসুন্ধরা গ্রুপের পরিচালক এডভোকেট জামাল হোসেন মিয়ার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার তালমা মোড়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

শফিকুল খান জনি
১৫ আগষ্ট ২০২২

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।