জাহাঙ্গীর তালুকদারঃ ময়মনসিংহের তারাকান্দায় ৮ শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী দিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পি।
গত শুক্রবার (১৫ মে) বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজ মাঠে উপজেলা পরিষদের উদ্দ্যেগে সামাজিক দূরুত্ব বজায় রেখে বাংলাদেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে খাদ্যে সংকটে থাকা ৮শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ফজলুল হক,ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার কাকন।
আরোও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর,সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার,সিনিয়র সহ-সভাপতি মেজবাউল আলম রুবেল চৌধুরী,যুগ্ন-সাধারণ সম্পাদক শামছুল আলম,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জামাল উদ্দিন, প্রতিমন্ত্রীর এপিএস হাবিবুর রহমান,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের,ফুলপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান,তারাকান্দা উপজেলা যুবলীগের আহবায়ক আঃ মান্নান,সিনিয়র যুগ্ন-আহবায়ক বিপ্লব হোসেন চৌধুরী,ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজাহারুল,সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাসসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।