• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
টাঙ্গাইলে বৈদ্যুতিক খুটিতে ভয়াবহ আগুন

টাঙ্গাইলে বহুতল ভবনের সামনের বৈদ্যুতিক খুটিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তাৎক্ষনিক তৎপরায় বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

গতকাল শনিবার বিকেলে পৌর শহরের ময়মনসিংহ রোডের পলাশ তলী এলাকার সালমা টাওয়ারের সামনে এ দূর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, পৌর শহরের বহুতল ভবন সালমা টাওয়ারের সামনের বৈদ্যুতিক খুটিতে ভয়াবহ অগ্নিকান্ডের সংবাদ পেয়েই তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনা স্থলে যায়।

আগুনের তীব্রতা বেশি হলেও অত্যান্ত ঝুঁকি নিয়ে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আনাসহ পুরোপুরি নির্বাপণ করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আগুনে বৈদ্যুতিক খুটিতে থাকা ডিস লাইনের ক্যাবলসহ ইন্টারনেটের ক্যাবল পুড়ে গেলেও আশাপাশের ভবনে আগুন ছড়াতে পারেনি। এ কারণে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই বৈদ্যুতিক খুটিতে আগুন ধরে গিয়ে এর তীব্রতা বাড়তে থাকবে। তবে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনায় বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে না আনলে আশ পাশের ভবনসহ বানিজ্যিক শো রুম গুলোতে আগুন ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল বলেও জানান তারা। ফায়ার সার্ভিসের দ্রæত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রনে আসায় খুশি স্থানীয় ব্যবসায়ীরাও। তারা ফায়ার সার্ভিসের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।