কুষ্টিয়া মঙ্গলবাড়ীয়া বাজারে টিসিবির পণ্য বিতরণ
জুলাই ১৬-২০২০
আসন্ন ঈদুল আযহা সামনে রেখে করোনা ভাইরাসের কারনে গৃহবন্ধী নিন্ম আয়ের জনগোষ্ঠির পণ্যের চাহিদা পূরনের লক্ষ্যে কুষ্টিয়া সদর উপজেলার পৌর ১৬ নং ওয়ার্ড বাসিন্দাদের মাঝে সরকারী মূল্যে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মঙ্গলবাড়ীয়া বাজারে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধণ করেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ময়েন উদ্দিন। জানা গেছে,১৬ নং ওয়ার্ডে চার শতাধিক বাসিন্দাদের মধ্যে পর্যায়ক্রমে সরকারী মূল্যে টিসিবির তৈল, মসুর ডাল, চিনি বিতরণ করা হবে। টিসিবির পণ্যর পরিচালনায় ছিলেন মেসার্স মা এন্টার প্রাইজ।