করোনা সুস্থ্য হয়েছে ৫ লাখ মানুষ
করোনা সুস্থ্য হয়েছে ৫ লাখ মানুষ
মহামারি করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলের ২০ লাখ ৮২ হাজার ৮২২ জন মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ৩৪ হাজার ৬০৩ জন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অপ্রতিরোধ্য এই ভাইরাসের সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৫ লাখ ১০ হাজার ৪৬ জন।
সর্বোচ্চ ৭৭ হাজার ৮১৬ জন সুস্থ হয়েছে করোনার আতুরঘর চীনে। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ হাজার ৬০০ জন সুস্থ হয়ে হয়ে উঠেছে চিকিৎসা বিজ্ঞানে উন্নত দেশ জার্মানিতে। আর স্পেনে সেরে উঠেছে ৭০ হাজার ৮৫৩ জন।
ইরানে সুস্থ হয়েছে ৪৯ হাজার ৯৩৩ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৪৮ হাজার ৭০১ জন। ইতালিতে করোনা থেকে মুক্তি পেয়েছে ৩৮ হাজার ৯২ জন। ফ্রান্সে করোনা থেকে সেরে উঠেছে ৩০ হাজার ৯৫৫ জন।
এ ছাড়া সুইজারল্যান্ডে ১৫ হাজার ৪০০ জন সেরে উঠেছে করোনাভাইরাস থেকে।