• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
দক্ষিণ ঝিলটুলি  একাদশের  বড় ব্যবধান জয়লাভ 

ছবি- বিজয়ী দক্ষিণ ঝিলটুলী ক্রিকেট ক্লাব

       মুজিব বর্ষ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে বড় ব্যবধানে জয়লাভ করেছে দক্ষিণ ঝিলটুলি  ক্রিকেট ক্লাব।

শহরের জেলা স্কুলের পিছনের মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৮ উইকেটের বড় ব্যবধানে ঢালী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

নির্ধারিত ২০  ওভারের খেলায় প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে ঢালী স্পোর্টিং ক্লাব ১২,১ ওভারে ৭৫ রানে অলআউট হয়। দলের ৬ জন ব্যাটসম্যানই ০ রানে আউট হয়। এছাড়া রিপন ২৮, নয়ন ১৩ রান করে।

দক্ষিণ ঝিলটুলির  পক্ষে রনি ও মুন্না ৩ টা করে এবং রুবেল ও হাদি ২ টা করে উইকেট নেয়।

জবাবে ৯.৫ ওভার ব্যাট করে দক্ষিণ ঝিলটুলি একাদশ ২ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিহাব ৩০,রেভি ১৩ ও সাউথ ১৭ রান করে।

ঢালী স্পোটিং ক্লাবের পক্ষে  নয়ন ও ফিরোজ ১ টা করে উইকেট নেন।

আম্পায়ার ঃমিলন মিয়া, রাকেশ মণ্ডল পাপ্পু

স্কোরার ঃ মেহেদী হাসান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।