• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
সালথায় সংসদ উপনেতার পক্ষে খাদ্য নিয়ে ছুটে বেড়াচ্ছেন উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর

মোঃ মনিরুল ইসলাম টিটো, ফরিদপুর : ফরিদপুরের সালথা উপজেলার সাড়ুকদিয়ায় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর অতি দরিদ্রদের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

বৃহস্পতিবার সকালে সাড়ুকদিয়া স্কুলমাঠে চায়ের দোকানদারদের হাতে সাহায্য তুলে দেয়ার সময় উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর জানান, উপজেলার আটটি ইউনিয়নের ১২শ চায়ের দোকানদারদের মধ্যে ব্যাক্তিগত অর্থায়নে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়া হয়। এছাড়া এরই মধ্যে উপজেলার পাঁচহাজার মানুষের মধ্যে সরকারী ও ব্যক্তিগতভাবে খাদ্য বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। সংসদ উপনেতার উদ্ধৃতি দিয়ে ওয়াদুদ মাতুব্বর বলেন, সালথা উপজেলায় একটি মানুষও না খেয়ে থাকবেনা। আপনারা ঘরে থাকুন, কারো খাদ্য শেষ হয়ে গেলে হট লাইনে ফোন করুন, খাদ্য পৌঁছে যাবে আপনার বাড়ীতে।
এসময় সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার,  উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, আটঘর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহম্মদ ফকির উপস্হিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।