“মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষের চারা বিতরনের উদ্বোধন করা হয়েছে।
নাচোল সামাজিক বনবিভাগের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে উদ্বোধন করেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা বনবিভাগের কর্মকর্তা ইসমাইল হক, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল খ,ম, উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাইরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২হাজার ৩শ ২৫ টি ফলজ ওষুধি জাতের চারা বিতরণ করা হয়। পরে উপজেলা শিশু পার্কে ২টি চারা রোপন করা হয়।