বোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে
দেশের শীর্ষ স্হানীয় শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ যোহর বোয়ালমারী বার্তা কার্যালয়ে যুগান্তর প্রতিনিধি সেলিম রেজার সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন, সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাড. কোরবান আলী, চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, দিনকাল প্রতিনিধি আনোয়ার হোসেন, আমার সংবাদ প্রতিনিধি তৈয়বুর রহমান কিশোর, মানবজমিন প্রতিনিধি এরশাদ সাগর প্রমুখ।
এ সময় উপস্হিত গণমাধ্যম কর্মীরা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর ও সমবেদনা জ্ঞাপন করেন। শোকসভা শেষে মরহুম নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যমকর্মীরা উপস্হিত ছিলেন।