বোয়ালমারীতে অবৈধ বালু উত্তোলন করায় ২ ব্যক্তিকে জরিমানা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বলতলা নামক স্হানে বৃহস্পতিবার দুপুরে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। দন্ডপ্রাপ্তরা হলেন, সালথা উপজেলার কাকদী গ্রামের হুমায়ন শেখকে (২৮) ৫ হাজার ও একই উপজেলার বাতাগা গ্রামের রুস্তুম খানকে (৫০) ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধ ড্রেজার মেশিন ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, বালু উত্তোলনের সংবাদ পেয়ে ঘটনাস্হলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় দুই ব্যক্তিকে ৭ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং অবৈধ ড্রেজার মেশিন ভেঙ্গে দেওয়া হয়েছে।