ফরিদপুরে সজীব স্মৃতি ফুটবল টুনামেন্টে আর্জেন্টিনা একাদশের জয়লাভ
আজ ১৬ জুলাই বৃহস্পতিবার ফরিদপুরে শহরের ঈশান স্কুল মাঠে অনুষ্ঠিত সজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা একাদশ।
উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা প্রতিপক্ষ সজীব স্মৃতিকে ২/০ গোলে পরাজিত করে। খেলা নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল। যদিও ম্যাচে একাধিক আক্রমণ প্রতি আক্রমণ এর মধ্যে দিয়ে উভয় দলই গোলের সুযোগ পায়। তবে ফিনিশার এর অভাব থাকায় গোল হতে ব্যর্থ দু’দল। যে কারণে খেলাটি গোলশূন্য থাকে।
এরপর খেলা গড়ায় ট্রাইবেকারে। আর্জেন্টিনা একাদশ ২/০ গোলে সজীব স্মৃতি একাদশকে পরাস্ত করেন।