• ঢাকা
  • শুক্রবার, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ফরিদপুরে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ জুলাই বিকেল সাড়ে চারটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কমিটির কর্তৃক ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক অলোক সেন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি অশোক কুমার বাপন জেলা পূজা উদযাপন পৌর কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট তুষার কুমার দত্ত , হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কানাইপুর ইউনিয়নের সভাপতি বিপ্লব সাহা, হিন্দু ছাত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি গোপাল চন্দ্র সরকার, অনুষ্ঠান পরিচালনা করেন কোতোয়ালি থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐ পরিষদের সদস্য সচিব রনি তরফদার।
এ সময় বক্তারা
সারাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা তুলে ধরেন। এবং এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দ্রুত বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়নের দাবি করেন।

এরপর একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।