তারাকান্দায় ডিলারের সহযোগীর দোকান থেকে ৬শ ৩০ কেজি চাল জব্দ
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় খাদ্য বান্ধব কর্মসূচির (১০টাকা) কেজি দামের ৬শ ৩০ কেজি চাল জব্দ করেছে তারাকান্দা থানা পুলিশ।গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের কাচারী বাজারে ডিলারের সহযোগী এমদাদুল হকের দোকান থেকে এ চাল জব্দ করা হয়।
তবে স্থানীয় একাদিক ব্যাক্তি সূত্রে জানা যায়, গাঁলাগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান তালুকদার খাদ্য বান্ধব কর্মসূচির (১০টাকা) কেজি চাউলের ডিলার। তারই নেত্রীত্বে গত বুধবার (১৫ এপ্রিল) মধ্যরাতে খাদ্য বান্ধন কর্মসূচির চালগুলো ডিলার তার সহযোগী এমদাদুল হকের দোকানে রেখে দেয়। বিষয়টা স্থানীয়রা টের পেয়ে প্রশাসনকে অবহিত করে। সেই সাথে ডিলারশিপ বাতিলসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে মজুদ করা চাল গুলো জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চালগুলো ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির। এ অনিয়মের সাথে ডিলারের কোন যোগসূত্র আছে কি না,তা খতিয়ে দেখছে পুলিশ। দোকান্দার এমদাদুলকে পাওয়া যায়নি। তবে এমদাদুলের দোকান থেকে ১৪ বস্থা (৬৩০ কেজি) সরকারী চাউল আটক করা হয়েছে। যাহার বাজার মূল্য ১৫,৭৫০ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, করোনা পরিস্থিতে যারা খাদ্য বান্ধন কর্মসূচির চাল আত্মসাত করছে,তাদের ছাড় দেওয়া হবে না। মামলা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।