• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

সামসুদ্দিন মোল্যা স্মৃতি সংসদের স্মরণ সভায় বক্তাগণ

বঙ্গবন্ধু ছিলেন বলেই আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি

১৬ আগষ্ট ২০২০                                       রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় বক্তাগণ বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা ছিলেন বলেই আজ আমরা বাংলাদেশ পেয়েছি। বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন দেশ ও মানচিত্র পেয়েছি। ৭৫’র ১৫ আগষ্টের ৪৫ বছর পর আজো খুনি মোশতাকের প্রেতাত্মারা সক্রিয়। সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ ও স্বাধীনতাবিরোধী চক্রকে প্রতিহত করার।

আজ রোববার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সামসুদ্দিন মোল্যা স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণ সভায় বক্তাগণ একথা বলেন। সভায় বঙ্গবন্ধুর জীবনের নানা দিকের পাশাপাশি তাঁর ঘনিষ্ট সহচর সামসুদ্দিন মোল্যার সাথে বঙ্গবন্ধুর সম্পৃক্ততা ও আন্দোলন সংগ্রামে একসাথে চলার নানা ঘটনাপ্রবাহ স্মৃতিচারণ করেন বক্তাগণ।

সামসুদ্দিন মোল্রা স্মৃতি সংসদের সভাপতি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন ও বিশেষ অতিথি ছিলেন রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মোশার্রফ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ, যুবলীগের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সাবেক কার্যনিবার্হী সদস্য কামরুজ্জামান কাফি, ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, সাবেক যুবলীগ নেতা আবুল বাতেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন সামসুদ্দিন মোল্যা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন। এসময় মঞ্চে জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল উপস্হিত ছিলেন।

স্মরণ সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়া সামসুদ্দিন মোল্যা স্মৃতি সংসদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা ও বৃক্ষরোপণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।