• ঢাকা
  • রবিবার, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
আলফাডাঙ্গায় ১০ টাকা কেজি দরের চাল ওজনে কম দেয়ায় আওয়ামী লীগ নেতার জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : আলফাডাঙ্গা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল ওজনে কম দেওয়ায় এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ডিলার মালিক মনিরুজ্জামান ইকু উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাজড়া গ্রামের বাসিন্দা। এ সময় তার ডিলারশিপ লাইন্সেসও বাতিল করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমান।

বুধবার (১৫-০৪-২০) সন্ধ্যায় আদালত সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতির কারণে এই সংকট মুহুত্বে সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল দিয়ে খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করেছে। খাদ্য অধিদপ্তরের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজারে ১০ টাকা মূল্যে চাল বিক্রি তদারকি করতে যান জেলা প্রশাসক কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিয়ম অনুযায়ী প্রত্যেক কার্ডধারীরা ১০ টাকা করে ৩০ কেজি পর্যন্ত চাল ক্রয় করার সুযোগ পাচ্ছেন। এ সময় ম্যাজিস্ট্রেট কার্ডধারী ক্রেতাদের অভিযোগে বিক্রি করা চাল ওজনে কম দেখতে পান। ডিলার প্রত্যেকের কাছ থেকে ৩০ কেজি চালের দাম ৩০০ টাকা আদায় করলেও ওই ডিলার সরকারি নিয়ম না মেনে ওজনে কারসাজি করে চাল দিচ্ছিলেন ২৬ থেকে ২৭ কেজি। ক্রেতাদের তিনি তিন থেকে চার কেজি চাল কম দিয়ে ঠকাছিলেন।

চাল ক্রেতাদের মধ্য থেকে এ বিষয়ে সাক্ষাতকার নিয়ে চাল ওজনে কম দেওয়ার বিষয়টি প্রমান পান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওইদিন সন্ধ্যায় ডিলারের পরিবেশক।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।