বাগমারায় নবজাতক পরিবার কে খাদ্য সহায়তা দিলো এমপি এনামুল হকের কন্ট্রোল রুম
বাগমারা প্রতিনিধি,রাজশাহী :রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের নবজাতক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগমারা আসনের সংসদ সদস্য, ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে কন্ট্রোল রুমের সদস্যগণ এই খাদ্য সহায়তা প্রদান করেন।
করোনা ভাইরাসের কারণে কাজ কর্ম না থাকায় চরম খাদ্য সমস্যায় পড়ে সদ্য জন্ম নেয়া শিশুটির পরিবার। বুধবার রাতে শিশুটির পিতা নুরুল ইসলাম মোবাইল ফোনের মাধ্যমে উপজেলা আ’লীগের কন্ট্রোল রুমের সদস্যদের জানান।
রাতের ফোন পাওয়ার পরে এমপি এনামুল হকের পক্ষ থেকে খাদ্য সামগ্রী নিয়ে নবজাতকের বাড়িতে হাজির হন কন্ট্রোল রুমের সদস্যরা।
পরে শিশুটির পিতা নুরুল ইসলামের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কন্ট্রোল রুমের সদস্য উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।