• ঢাকা
  • রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদাবাজি করার সময় ভূয়া দুই পুলিশ ও সাংবাদিক পরিচয়কারী আটক

কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদাবাজি করার সময় ভূয়া দুই পুলিশ ও সাংবাদিক পরিচয়কারী আটক

এপ্রিল ১৬-২০২০
মোঃ চাঁদ আলী
কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদাবাজি করার সময় মেহেদী হাসান ফিরোজ ও জুবায়ের নামের দুই ভূয়া পুলিশকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপড়া ইউনিয়নের ভাড়রা বাজার থেকে তাদের আটক করা হয়। ফিরোজ কুষ্টিয়া সদর থানা পাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে এবং জুবায়ের একই এলাকায় মজিবর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে লাহিনী টু সান্দিয়ারা সড়কস্থ চাঁপড়া ইউনিয়নে অটো চালক, ভ্যান চালক ও সাধারণ জনগনের নিকট পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে চড় থাপ্পড় দিয়ে টাকা ও মোবাইল ছিনতাই করে পালানোর সময় ভাড়রা বাজারে জনগন রাস্তা বেরিকেড দিয়ে ভুয়া দুই পুলিশ ও সাংবাদিক পরিচয়কারী কে ধরে পুলিশে সোপার্দ করে। এসময় আসামীদের কাছ থেকে কুষ্টিয়া থেকে প্রকাশিত স্থানীয় তিনটি পত্রিকার ভিজিটিং কার্ড পাওয়া যায়।

ভুক্তভোগী জামাল শেখ (৭০) জানান, পুলিশ পরিচয় দিয়ে সজোরে এক ধাপ্পড় মেরে কাছে থাকা ৪২৫০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ঘটনার সত্যতা স্বীকার করে বাঁধবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই রাশেদ জানান, দীর্ঘ দিন ধরে আসামীরা সাংবাদিক ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় লাহিনী টু সান্দিয়ারা সড়কে চাঁদাবাজি করে পালানোর সময় ভাড়রা বাজার থেকে তাদের আটক করা হয়। কুমারখালী থানার ইনচার্জের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আসামীদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্রনালে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।