• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে জেলেদের মাঝে চাল বিতরণ

ফরিদপুরে জেলেদের মাঝে চাল বিতরণ

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর :ফরিদপুরে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। জাটকা নিধন রোধে সরকারি নিষেধাজ্ঞা চলাকালে প্রতিটি জেলে পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৮০ কেজি করে ভিজিএফ চাল দিচ্ছে সরকার।

জেলা মৎস কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা (১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ) ধরা, পরিবহন এবং বিক্রি নিষিদ্ধ থাকে। এ মৌসুমেও একইভাবে গত নভেম্বর থেকে চলছে নিষেধাজ্ঞা, তা থাকবে ৩০ জুন পর্যন্ত। সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে নদীতে মাছ না ধরায় ফরিদপুর জেলার ৭০০ জেলে পরিবারকে বিশেষ সহায়তার চাল দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিক্রির চর ও আলিয়াবাদ ইউনিয়ন এবং জেলার সদরপুর, চরভদ্রাসন ও মধুখালি উপজেলায় প্রতিটি জেলে পরিবারের সদস্যের হাতে ৪০ কেজি( ৮০ কেজির ১ম ধাপ) করে চাল তুলে দেওয়া হয়।
এরই অংশ হিসেবে আজ ১৭-০৪-২০ (শুক্রবার) সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন ও ডিক্রির চর ইউনিয়নের এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার মাসুম রেজা। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, উপজেলা মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী, নর্থ চ্যানেল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তাকুজ্জামান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ মোফাজ্জেল হোসেন, ডিক্রির চর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু প্রমুখ।

মাসুম রেজা জানান, জাটকা নিধন রোধে সরকার জেলেদের বছরের নির্দিষ্ট সময়ে নদীতে মাছ ধরা নিষিদ্ধ করে দেয়। ইলিশের প্রজনন মৌসুমে এবং সারা বছর জাটকা আহরণে নিষেধাজ্ঞা মেনে যারা চলেন, তাদের তালিকা তৈরি করে সহায়তা করা হয়। নিবন্ধিত এসব জেলেদের সদর উপজেলার মাধ্যমে চাল দেওয়া হয়েছে। শুক্রবার সরকারের বিশেষ সহায়তার চাল নিতে আসেন জেলেরা। আজ তাদের হাতে ৪০ কেজি করে চাল তুলে দেওয়া হচ্ছে। এবং শিঘ্রই তারা তাদের পরবর্তী ধাপের ৪০ কেজি করে চাল পেয়ে যাবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।