রাজশাহী সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড কাউন্সিলন আলহাজ্ব কামাল হোসেন ৫২জন বয়স্ক ব্যক্তির হাতে ভাতা বই তুলে দেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দাশপুকুরে অবস্থিত নিজ কার্যালয়ের সামনে তিনি এই কার্ড তুলে দেন।
এসময়ে কাউন্সিলর কামাল হোসেন বলেন এ বইয়ের মাধ্যমে আমৃত্যু ভাতা পাবেন। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হস্তক্ষেপে একসাথে অনেকগুলো বই বিতরণ করা হলো। তিনি আরও বলেন, আজীবন তিনি মানুষের সেবা করে যেতে চান । প্রতিবন্ধি, বয়স্ক ও বিধবারা কেউ সরকারী এই সুবিধার বাহিরে থাকবেনা। পর্যায়ক্রমে প্রাপ্য সকল নাগরীককে এই সুবিধার মধ্যে নিয়ে আসা হবে। কারন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এটা ঘোষনা বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ওয়ার্ডের জনগণের সকল দূর্ভোগ লাঘব করতে বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রম গ্রহন করা হয়েছে। এখন সেগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। খুব দ্রুততম সময়ে ওয়ার্ডের রাস্তা, ড্রেন ও গলিপথের কাজ শুরু করার জন্য মেয়রকে অনুরোধ করেন তিনি। এ সময় ৩ নং ওয়ার্ড সচিব আহাদ আলী ও কাউন্সিলরের বড় ছেলে সোহান শাকিল সান শিমুলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।