তারাকান্দায় প্রগ্রেসিভ মডেল স্কুল শিক্ষার্থীদের মাঝে ত্রাণ বিতরণ
জাহাঙ্গীর তালুকদার (তারাকান্দা-ময়মনসিংহ) প্রতিনিধিঃ সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে থেমে গেছে নিম্ন আয়ের মানুষের। স্বাভাবিক জীবন যাত্রা দূর্বিষহ দিন কাটাতে হচ্ছে দিনমজুরসহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের।
করোনার এমন পরিস্থিতিতে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কলেজ রোড এলাকায় অবস্থিত “প্রগ্রেসিভ মডেল স্কুল” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন সোহান নিজ অর্থায়নে ২০টি (চাল ৫কেজি,ডাল ১কেজি,তেল ১কেজি,আলু ২কেজি,পিঁয়াজ ১কেজি) অসহায় দুঃস্থ শিক্ষার্থীর পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি করোনা সচেতনতা মোকাবেলায় বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠানে একাধিক অসহায় শিক্ষার্থী পড়াশুনা করে। যাদের পরিবারের অনেকের পিতা দিন মজুর। তারা এখন ঘরে বসে। তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানটি ২০০৩ সাল থেকে অগ্রযাত্রা শুরু হলেও আজও এমপিও ভুক্ত হয়নি। শিক্ষকদের নিয়ে কোনভাবে স্কুল পরিচালনা করে যাচ্ছি।
বর্তমান পরিস্হিতিতে স্কুলের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে আলোচনা করে এই উদ্যােগ নেওয়া হয়েছে জানান, প্রগ্রেসিভ মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন সোহান।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক,হাবিবুর রহমান,রিক্তা রানী,আঁখি মনি সহ প্রমূখ ।