অস্বচ্ছল খেলোয়াড় ও সাধারন মানুষের পাঁশে নারী ক্রিকেটাররা
অভিজিৎ পাল, খুলনা : খুলনায় অস্বচ্ছল খেলোয়াড়, নিম্ম আয়ের মানুষ ও মসজিদ মন্দিরে সাহায্য করছেন জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়সহ ২২ খেলোয়াড় ও কোচ। খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন নারী ক্রিকেটার সালমা খাতুন, রুমানা আহমেদ, আয়শা রহমান শুকতারা, সাহেলা শারমিন ও কোচ ইমতিয়াজ হোসেন পিলু। ইমতিয়াজ হোসেন পিলু বলেন, তারা ২২জন মিলে আড়াই টন চাল সংগ্রহ করে। যারা অস্বচ্ছল পরিবার রয়েছেন তাদের সাহায্য করা হচ্ছে। পাশাপাশি সাহায্য করা হচ্ছে নিম্ম আয়ের মানুষ, মসজিদ ও মন্দিরে। তিনি বলেন স্বচ্ছল নারী খেলোয়াড়রা তাদের সহকর্মীদের পাঁশে দাঁড়ানোর উদ্দেশ্যেই মুলত শুরু করেন। পরে আস্তে আস্তে পরিধি আরো বারানো হবে। তিনি বলেন মানুষের ঘরে ঘরে আমরা সাহায্য পৌঁছে দিচ্ছি। আমাদের এই সাহায্য অব্যাহত থাকবে।
এ বিষয়ে জাতীয় দলের খেলোয়াড় সালমা খাতুন জানান, আমরা আমাদের আশপাশের নিম্ম আয়ের মানুষের পাশে দাঁড়াচ্ছি। কিন্তু যে সকল অস্ববচ্ছল খেলোয়াড়রা রয়েছে তারা এই দূর্যোগ কালিন সময়ে যাতে সমস্যায় না পরে এ জন্য আমাদের এই প্রয়াস।