নগরকান্দায় দুঃস্থ ও কর্মহীনদের মাঝে বিএনপি নেতা বাবুলের ত্রান বিতরন
শওকত আলী শরিফ,নগরকান্দা, ফরিদপুর : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের উদ্যোগে ফরিদপুর-২ আসনের নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় বিএনপির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম বাবুলের ফরিদপুরের নগরকান্দার মহিলা রোডস্থ বাসভবন চত্বরে খাদ্য সমগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপি নেতা ও কোদালিয়া শহীদনগর ইউয়িনের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আছাদুজ্জামান আসাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলা বিএনপির সহ সভাপতি ফরিদুল ইসলাম, নগরকান্দা পৌর বিএনপির সহ সভাপতি বিল্লাল মোল্লা,যুবদল নেতা রফিকুল ইসলাম, সাইফুল আলম শান্ত,জাহিদুল ইসলাম জাহিদ,সজিব ঘোষ , জিয়াউর রহমান ,সাইফ হোসেন সাইফ, মোরাদ তালুকদার,মাজিন হোসেন, জাহাঙ্গীর হোসেন ইয়াদ, ছাত্রনেতা আবির আজাদ, আবু কায়েস, মহিউদ্দীন , আনোয়ার হোসেন রাজু, প্রমুখ ।
খাদ্য সামগ্রী বিতরন কালে বিএনপি নেতৃবৃন্দ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছি । বিএনপি সব সময় সাধারন মানুষের পাশে ছিল পাশে আছে এবং আগামীতেও পাশে থাকবে ইনশাআল্লাহ ।