• ঢাকা
  • সোমবার, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ ইং
৭০টি অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রজব

৭০টি অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রজব

মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ    করোনা ভাইরাসের প্রভাবের কারণে দিনাজপুর     শহরে এখন লকডাউন চলছে। শহরে প্রায়     দিনমজুরদের কর্মক্ষেত্র বন্ধ হয়ে পড়েছে। দিনমজুর’রা অর্থ উপার্জনের অভাবে পরিবারের সদস্যদের মুখে দু’মুঠো খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছে। অসহায় হয়ে পড়েছেন তারা অনেক মানুষ।

১৭ এপ্রিল (শুক্রবার) দুপুরে প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস পরিস্থিতি প্রতিরোধে দিনাজপুর  শহরের বালুয়াডাঙ্গা কাঞ্চন ব্রীজ এলাকার ৭০টি গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমাম আবু জাফর রজব।
এছাড়া বাংলাদেশে করোনা সংক্রমনের শুরু থেকে দিনাজপুর শহরে দুঃস্থ্ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমাম আবু জাফর রজব। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

ইমাম আবু জাফর রজব জানান, আমার বাড়ির পাশের পরিবারগুলো ভাল থাকলে আমিও ভাল থাকবো। তারা সুস্থ্য থাকলে আমরাও সুস্থ থাকবো। দিন দিন করোনার প্রকোপ বেড়ে চলেছে, আমরা যদি সচেতন থাকি, আমরা যদি বাসায় অবস্থান করি তবে মহামারী করোনা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। কিছু মানুষ খাবার এর জন্য বাহিরে বের হচ্ছে, তাদের ঘরমুখী করতে আমরা জীবনের ঝুঁকি নিয়েও আমাদের সাধ্যমত সেই সব পরিবারের মাঝে খাদ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করে চলেছি।
যারা আমাদের হ্যাল্প লাইনে কল করছে আমরা তাদের বাসায় খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। তবু আপনারা ঘরে থাকেন, করোনা যুদ্ধে জয়ী হতে হলে আমাদের ঘরেই অবস্থান করতে হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।