পুরো রাজধানীতে ছড়িয়েছে করোনা
রাজধানীতে করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব বেড়ে চলেছে। ইতোমধ্যে দেশের ১৫০টি এলাকায় এ ভাইরাস ছড়িয়েছে। সারাদেশে মোট শনাক্তের সংখ্যার এক হাজার ৮৩৮ জন। সেখানে ঢাকায় মোট শনাক্ত এখন ৫৫০। শুক্রবার রাতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইট থেকে জানা গেছে, রাজধানীর ওয়ারীতে (২৭), যাত্রাবাড়ীতে (২৩), মোহাম্মদপুরে (২৬), লালবাগে (২১), উত্তরায় (২০), টোলারবাগে (১৯), ধানমন্ডিতে (১৮), বাসাবোতে (১৭), মিটফোর্ডে (১৭), তেজগাঁওয়ে (১৬), হাজারীবাগে (১৫), বংশালে (১৫), গেন্ডারিয়ায় (১৪), মিরপুর- এগারো নাম্বারে (১৩), রাজারবাগে (১৩), গুলশানে (১৩), মহাখালীতে (১২), মগবাজারে (১১), আজমপুরে (১১), বাবুবাজারে (১১), মিরপুর-১২তে (১১), চকবাজারে (১০), গ্রিনরোডে (১০), সূত্রাপুরে (৯), বনানীতে (৪) মিরপুর- ১ নাম্বারে (৪), শান্তিনগরে (৭), শাখারি বাজারে (৭), মিরপুরে-১০ নাম্বারে (৭), শাহবাগে (৬), চানখারপুলে (৬), মিরপুর-১৪ নাম্বারে (৬), নাখালপাড়ায় (৫), জিগাতলায় (৫), আদাবরে (৫), বসুন্ধরা আবাসিক এলাকায় (৫), শ্যামলীদে (৪) কামরাঙ্গীরচরে (৪) কোতোয়ালীতে (৪) লক্ষ্মীবাজারে (৪), মালিবাগে (৪), রামপুরায় (৪), নারিন্দায় (৩), মুগদায় (৩), মিরপুর-৬ নাম্বারে (৩), কাজীপাড়ায় (৩), জুরাইনে (৩), সিদ্ধেশ্বরীতে (৩), সোয়ারী ঘাটে (৩), হাতিরপুলে (৩), গুলিস্তানে (৩), গোপীবাগে (৩), বেলিরোডে (৩), আগারগাঁওয়ে (২), ডেমরায় (২) ইসলামপুরে (২) জেলগেটে (২) সবুজবাগে (২) শাহআলীবাগে (২) জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া রাজধানীর বাকি ৪৪টি এলাকায়ও একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।
এদিকে ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ঢাকায় ও নারায়ণগঞ্জে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যায় এরপরই এগিয়ে আছে চট্টগ্রাম বিভাগ। করোনায় জেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো— ঢাকা সিটিতে ৬০৮, গাজীপুর ৯৮, কিশোরগঞ্জে ৩৩, মাদারীপুরে ২৩, মানিকগঞ্জে ৫, নারায়ণগঞ্জে ২৫৫, মুন্সীগঞ্জে ২৬, নরসিংদীতে ৬৪, রাজবাড়ী ৭, ফরিদপুরে ২, টাঙ্গাইলে ৯, শরীয়তপুরে ৬, গোপালগঞ্জে ১৭ জন শনাক্ত করা হয়েছে।
চট্টগ্রাম জেলায় ৩৬, কক্সবাজারে ১, কুমিল্লায় ১৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৮, লক্ষ্মীপুরে ১, নোয়াখালীতে ২, চাঁদপুরে ৭ জন সহ মোট ৬৯ জন আক্রান্ত হয়েছে।
গাইবান্ধায় ১২, নীলফামারীতে ৬, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ২, দিনাজপুরে ৮, ঠাকুরগাঁওয়ে ৩, রংপুর জেলায় ৩ জন সহ মোট ৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ময়মনসিংহ বিভাগের জামালপুরে ১২, নেত্রকোনায় ৬, শেরপুরে ৫, ময়মনসিংহ জেলায় ৯ জন সহ মোট ৩২ জন।
বরিশালে ১২, বরগুনায় ৪, পটুয়াখালীতে ২, পিরোজপুরে ৪, ঝালকাঠিতে ৩ জন সহ মোট ২৫ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিলেটের মৌলভীবাজারে ২, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ১, সিলেট জেলায় ৩ জন আক্রান্ত হয়েছে।
এছাড়াও খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গায় একজন করে মোট তিনজন ও রাজশাহীতে তিনজন আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় মোট দুই হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন ২৬৬ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে নতুন ১৫ জনের। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৯ জন।