ভাঙ্গায় ভাতিজার হাতে চাচা খুন
মোঃ রমজান সিকদার, ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-১৮/০৪/২০২০ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে শনিবার সকালে ভাতিজার লাঠির আঘাতে চাচা ইউসুফ শেখ (৫০) খুন হয়েছে। সে উক্ত গ্রামের রিয়াজউদ্দিন শেখের ছেলে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ হতে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
থানার উপ-পরিদর্শক পিযুজ কান্তি জানায়, জায়গা জমি নিয়ে ইউসুফ শেখ ও তার বড় ভাই মোহাম্মদ আলী শেখ সকালে কথা কাটাকাটি করতে থাকে। একপর্যায় মোহাম্মদ আলী শেখের পুত্র জয়নাল শেখ(২৫) লাঠি দিয়ে ইউসুফ শেখের মাথায় আঘাত করে। এতে করে ইউসুফ শেখ মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসি তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ঘটনার সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান ঘটনাস্হল পরিদর্শন করেছেন। ঘটনার পর ঘাতক জয়নাল শেখ ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেফতারে মাঠে কাজ করছে।