দেশের মানুষের মৌলিক অধিকারের অন্যতম চিকিৎসা ও স্বাস্থ্য সেবার বেহাল দশা, চিকিৎসা খাতে নানা অনিয়ম ও দুর্নীতি রোগীদের সাথে দুর্ব্যবহার ও হাসপাতালের অব্যবস্থাপনার এবং রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সংগঠনের সাধারণ সম্পাদক জামাত খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে উড়ো চিঠি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার কারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
শনিবার রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে সকাল ১০ টায় এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও রক্ষা সংগ্রাম পরিষদের সহ-সভাপতি হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পবা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া হাসান, নারী উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা বেগম, অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু রক্ষা সংগ্রাম পরিষদের সদস্য প্রমুখ।