• ঢাকা
  • সোমবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ ইং
সালথা’র আটঘর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ

সালথা’র আটঘর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ

মনির মোল্যা,সালথা ( ফ‌রিদপুর ) প্র‌তি‌নি‌ধি : করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে নিজ অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ।

শ‌নিবার সকাল ১০টায় ইউনিয়নের জয়কালী গ্রামের বিভিন্ন দরিদ্র ব্যক্তির বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, দেড় কেজি ডাল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান সোহাগের বাবা মো. লিয়াকত আলী খাঁন, পল্লী চি‌কিৎসক সেন্টু রায়, ইউ‌পি সদস্য মো. খ‌বির মোল্ল্যা প্রমুখ।

ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ বলেন, ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। সরকারিভাবে ইউনিয়ন পরিষদ থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত না হওয়ায় অনেকেই বাদ পড়ে যাচ্ছেন। তাই আমি আমার ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, (শ‌নিবার) ২৯টি দরিদ্র পরিবারের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে এক হাজার দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেব। আমার ইউনিয়নের কোনো গরিব মানুষ না খেয়ে থাকবে না।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।