• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে করোনাঃশনাক্ত ৪ জন,আইসোলেশনে ৭, মৃত্যু ১জন

ফরিদপুরে করোনাঃশনাক্ত ৪ জন,আইসোলেশনে ৭, মৃত্যু ১জন

এস এম মনিরুজ্জামান, ফরিদপুর :ফরিদপুরে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪জন এবং বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আছে ৭ জন। আক্রান্ত ৪ জনের মধ্যে ২জন  একই পরিবারের সদস্য বাড়ি নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়ন। অপরজনের বাড়ি বোয়ালমারী উপজেলায়। বোয়ালমারী উপজেলায় এই প্রথম কোন করোনা রোগী  শনাক্তের ঘটনা ঘটলো। বাকি তিন জনের বাড়ি নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নে।

গত ১৩ এপ্রিল নগরকান্দায় প্রথম করোনা পজিটিভ ধরা পরে। ওইদিন রাতেই নগরকান্দা উপজেলা লকডাউন করে উপজেলা প্রশাসন। আক্রান্ত ব্যাক্তিকে ঢাকায় পাঠানো হয় ১৪ এপ্রিল। আর স্ত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে । এছাড়া অপর আক্রান্ত বোয়ালমারীর  রোগী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে। সেখান থেকেই তার নমুনা ঢাকায় পাঠানো হয়েছিলো।

এবিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, আমরা কিছু নমুনা ঢাকায় পাঠায় এদের মধ্যে ঢাকা থেকে পাওয়া রিপোর্টে দুজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে শুক্রবার রাতে। তিনি বলেন এ পর্যন্ত ফরিদপুরে ১২৪ জন সন্দেহভাজনের করোনা পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে ৮৩ জনের রিপোর্ট পাওয়া গেছে। যাদের মধ্যে চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে ।

এদিকে জেলা স্বাস্’্য বিভাগ জানায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১৭ জনকে। ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১২ জন। এ যাবৎ কোয়ারেন্টাইনে ছিলেন ১৯৪১ জন। ছাড়পত্র পেয়েছেন ১৭০৬ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২৩৫জন।

এদিকে জেলার নগরকান্দায় আজ সকালে করোনা উপসর্গ নিয়ে কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের ভাজন কান্দা এলাকার চঞ্চল মুন্সি নামে এক রোগীর মৃত্যু হয়েছে। সকালে তিনি মারা যান। তার পিতার নাম হেমায়েত মুন্সি। মৃতের নমুনা ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জেতি প্রু জানিয়েছেন। তিনি ৮/১০ দিন যাবত শ্বাস, কষ্ট ও গলা ব্যাথা নিয়ে ভুগছিলেন বলে পরিবার থেকে বলা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।