ডিক্রিরচর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর :করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী অধিকাংশ মানুষ আজ ঘরবন্দি। ক্রমান্বয়ে বাড়ছে আক্রান্তদের সংখ্যা আর মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। বিশেষ করে রিক্সাচালক, ভ্যানচালক, দিনমজুর জাতীয় মানুষ আজ সবথেকে বেশি অসহায়। গরীব ও অসহায় পরিবারের পাশে রয়েছে সরকার।
ফরিদপুর জেলা প্রশাসনের দিক নির্দেশনায় ও সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ (১৮-০৪-২০) শনিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু উপস্থিত থেকে ভিজিএফ এর চাল বিতরণ করেন। সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ২৫০ পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৮ কেজি করে চাল দেয়া হয়েছে। এছাড়া চেয়ারম্যানের নিজস্ব উদ্যোগে প্রতি পরিবারকে একটি করে মিষ্টি কুমড়া ও এক কেজি করে ডাল দেওয়া হয়।
ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া গরীব ও অসহায় পরিবারের খাদ্য সুরক্ষায় সরকার থেকে যে চাল বরাদ্ধ দেয়া হয়েছে, সে চাল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারকে পৌঁছে দিচ্ছে ওয়ার্ড মেম্বারগণ। তিনি আরও বলেন, আধুনিক ফরিদপুরের রুপকার, ফরিদপুর সদর -৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের দিক নির্দেশনায় জেলা প্রশাসক অতুল সরকারের সার্বিক তত্বাবধানে এবং ইউ এন ও এর ব্যবস্থাপনায় আমাদের ইউনিয়নগুলোতে আমরা সফলভাবেই আমাদের কাজ করে যাচ্ছি। একটি মানুষও যেন বলতে না পারে যে আমি না খেয়ে আছি আমরা সে লক্ষেই কাজ করে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। তাছাড়া পদ্মা নদীর ভাঙনে এ ইউনিয়নের যে সকল পরিবার শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা তাদের বাড়িতে বাড়িতে এ খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি।