নিজস্ব প্রতিবেদক:-ফরিদপুরের সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক ইত্তেফাকের সদরপুর উপজেলা সংবাদদাতা আ. মজিদ মিয়া(৭০) ডেঙ্গু আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।তিনি গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এর আগে তিনি প্রায় ১ সপ্তাহ সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি চার সন্তান ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন । আজ (বুধবার) বাদ জোহর গার্ড অফ অনার ও নামাজে জানাজা শেষে স্থানীয় রতখোলা কবর স্থানে তাকে দাফন করা হয়।
কর্মজীবনে তিনি সালে ১৯৯৫ সালে দৈনিক সংবাদ পত্রিকায় নিজেস্ব প্রতিবেদক হিসাবে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে ২০০১ সাল থেকে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় সদরপুর উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, ফরিদপুর প্রেসক্লাব, সদরপুর প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করে।
মোঃ নুরুল ইসলাম
সদরপুর (ফরিদপুর)প্রতিনিধি
তারিখ:১৮/০৯/২০২৩