মান্দায় এনজিও আশার বৃক্ষরোপণ
মুজিববর্ষ উপলক্ষে নওগাঁর মান্দায় বেসরকারি সংস্থা আশার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলার ১৪টি শাখা অফিস চত্বর মঙ্গলবার দুপুরে একযোগে এসব বৃক্ষরোপণ করা হয়।
এ উপলক্ষে আশার আঞ্চলিক কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সময় মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, আশার আঞ্চলিক ম্যানেজার আবু বকর সিদ্দিক, ব্র্যাঞ্চ ম্যানেজার এম. জাহীদ চৌধুরী, ব্র্যাঞ্চ ম্যানেজার শংকরী সাহা, সহকারী ম্যানেজার মিজানুর রহমান, সহকারী ম্যানেজার সাজেদুল করিম, বিশিষ্ট ব্যবসায়ি মাসুদ রানা প্রমুখ।