বিআইএফপিসিএল’র তিন হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান
খুলনা, ৫ বৈশাখ (১৮ এপ্রিল) ঃ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন শ্রমজীবি অসহায় মানুষদের মাঝে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল) খাদ্যসামগ্রী বিতরণ করে। আজ (শনিবার) বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার ১১টি ইউনিয়নের তিন হাজার অসহায় পরিবারকে ত্রাণ সহয়তা প্রদান করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে সামাজিক দুরত্ব মেনে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।
বিআইএফপিসিএল ত্রাণ সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ১৫ দিনের জন্য ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি তেল, এক কেজি লবণ ও একটি করে সাবান বিতরণ করে।
ত্রাণ বিতরণকালে রামপাল পাওয়ার প্লান্টের উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, পাওয়ার প্লান্টের ডেপুটি ম্যানেজার (এইচআর) তরিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্হিত ছিলেন।