• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
কুষ্টিয়ায় মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ফার্মেসি মালিককে ২ লক্ষ টাকা জরিমানা।

কুষ্টিয়ায় মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ফার্মেসি মালিককে ২ লক্ষ টাকা জরিমানা।

এপ্রিল ১৮-২০২০
মোঃ চাঁদ আলী,কুষ্টিয়া প্রতিনিধি।।             কুষ্টিয়া থানাপাড়া চাঁদ মোহাম্মদ সড়কের বিসমিল্লাহ ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ ও বিক্রির দায়ে ফার্মেসি মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ও সবুজ হাসান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

জানা যায়, থানাপাড়া অবস্থিত বিসমিল্লাহ ফার্মেসির মালিক দীর্ঘদিন ধরে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রি করে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই ফার্মেসির মালিক আশরাফুল হক (৩০) কে ঔষধ আইন ১৯৪০ এর ১৮(ক) এর ২৭ ধারা মোতাবেক ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্ত ফার্মেসি মালিক আশরাফুল হক কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ীয়া এলাকার সিরাজুল হকের ছেলে।
এসময় জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেটসহ সিভিল সার্জনের প্রতিনিধি, ঔষধ প্রশাসনের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।