• ঢাকা
  • বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে, সামাজিক বন ও বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও‌ বৃক্ষ মেলা শুরু হয়েছে। শহরের রাজেন্দ্র কলেজ ময়দানে ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ গোলাম কুদ্দুস ভুইয়ার সভাপতিত্বে এক সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আজ ১৮ জুলাই সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির ‌ বক্তব্য রাখেন ফরিদপুর এর অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হযরত আলী, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার , এ সময় বন বিভাগের সকল দপ্তরের কর্মকর্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশে বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন একই সাথে প্রত্যেকটা পরিবারে কমপক্ষে ৩ টা ‌ গাছ লাগানোর জন্য আহ্বান করেন।
বক্তারা বলেন একটি গাছ একটি সম্পদ তাই গাছের পরিচর্যা করতে হবে। সামাজিক বনায়ন করতে হবে।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে মেলায় আগত দর্শকদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে একটা একটা রেলি শহর প্রদক্ষিণ করে।
উল্লেখ করা যেতে পারে এ বছর মেলায় মোট ৩০ টি স্টল অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফরিদপুর জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি আক্কাস হোসেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।