• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
ফরিদপুরে শেখ রাসেল দিবস পালিত

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে শেখ রাসেল দিবস পালিত হয়েছে ।
এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, র‍্যালি, আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে আজ বুধবার সকাল পৌনে দশটায় ‌ জেলা প্রশাসকের কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর শহরের কবি জসীম উদ্দিন হলে এক আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াসিন কবির, পুলিশ সুপার মোঃ শাহজাহান সেবা,অতিরিক্ত, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম,জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সহ-সভাপতি মাসুদুর রহমান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা,
যুব মহিলা লীগের আহ্বায়ক রুখসানা আহমেদ মেহেবী। অনুষ্ঠানে আলোচনা সভায় অতিথি বৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জীবনীর উপর আলোচনা করেন।
বক্তারা বর্তমান প্রজন্মের শিশু কিশোরদের কে শেখ রাসেলের মতো দীপ্তিময় ও প্রাণোচ্ছল জীবণ গড়ার আহ্বান জানান।
তারা আজকের শিশু কিশোরদের কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সোনার মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা সভা এ বিষয়ে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।