• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

আসন্ন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৮ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর জেলা সদরের বাখুন্ডা বাজারে এ অভিযান চালানো হয়।

এসময় খোলা ভোজ্য তেল, ছোলা, ডাল, চাউল, মসলাসহ নিত্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় রশিদ না থাকা ও দাম বেশি রাখার অপরাধে মেসার্স রেজাউল ট্রেডার্সকে ৫,০০০ টাকা এবং মেসার্স সুমন বাণিজ্য ভান্ডারকে ৫,০০০ টাকা সহ মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে পাইকারি ও খুঁচরা দোকানে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান, জেলা পুলিশের ১টি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।