রাজশাহী এডভোকেট বার সমিতির জন্য সরকারের প্রণোদনা ঘোষণার দাবী এডভোকেট- গণের
মোঃ আলাউদ্দিন মন্ডল, রাজশাহী :
রাজশাহী আইনজীবী সমিতি ১৮৬৪ সালে গঠন করা হয়।আইনজীবীদের জীবনমানের উন্নতি ও সাধারণ নাগরিকদের আইন সহায়তা দেয়ার জন্য।মানুষ যখন কোথাও বিচার পাই না বা নিজের প্রতি অবিচার করা হয়েছে মনে করেন,তখন আদালতের দারস্থ হন।আর এইসব বঞ্চিত শ্রেণীর লোকজন এর পক্ষে কথা বলার জন্যই রয়েছে আইনজীবী।যদিও একজন পক্ষে বলবে আরেক জন বিপক্ষে বলবে।এটাই নিয়ম।
মোদ্দা কথা দেশের প্রত্যেকটি মানুষের বিচার সুনিশ্চিত করার জন্যই আইনজীবী সমিতির জন্ম,সে অর্থে বিচার অঙ্গনের একটি পার্ট আইনজীবী সমিতি।রাজশাহী অর্থনৈতিক ভাবে দুর্বল হওয়ায় এখানে আইন পেশার মান নিম্ন মুখী বলে অনেক আইনজীবী অভিমত প্রকাশ করেন।তারপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে টাকার বিনিময়ে এক সময় সার্টিফিকেট নিয়ে আইন পেশায় বেশকিছু মেধা শূন্য লোকজনের আবির্ভাব ঘটে।যার কারণে এখানে আইনজীবীদের তাদের ন্যায্য ফি থেকে বঞ্চিত করা হয়।বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতে গত ২৬ শে মার্চ থেকে অদ্যবধি আদালতের কার্যক্রম বন্ধ।রাজশাহী আইনজীবী সমিতির নিয়মিত সদস্য সংখ্যা প্রায় ৬০২ জন,অনিয়মিত মিলিয়ে রয়েছে ৮০০ আইনজীবী।সাধারণ মানুষের ধারণা আইনজীবীদের আর্থিক অবস্থা ভাল।তবে সব আইনজীবীর কি আর্থিক অবস্থা ভাল? মোটেও না,মুষ্টিমেয় কিছু আইনজীবী ছাড়া বাকী গুলোর অবস্থা দিন আনে দিন খায় টাইপের। অথচ সরকার বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা ঘোষণা করলেও দেশের এই প্রথম শ্রেণীর নাগরিক আইনজীবীদের কোন আর্থিক প্রণোদনা অদ্যবধি সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় নাই।দিন দিন জোরালো হচ্ছে এই দাবী।অধিকাংশ আইনজীবীর সরকারের কাছে দাবি তাদের জন্য এই লম্বা ছুটির মধ্যে আর্থিক প্রণোদনা ঘোষণা করা একান্ত আবশ্যক। অন্যথায় কোন কোন আইনজীবী বলেন আমরাও আমাদের অধিকার আদায়ে রাস্তায় দাঁড়াতে বাঁধ হব,আমাদের পিঠ দেয়ালে ঠে কে গেছে।এপ্রসঙ্গে বিজ্ঞ আইনজীবী মোঃ শরিফুল আরেফিন(সুবুজ)জানান প্রত্যেক আইনজীবীকে সরকারের তরফ থেকে প্রণোদনা সহায়তা করা আবশ্যক।অন্য থায় আমরা করোনা ভাইরাসে নয়,না খেয়ে মারা যাব।তাই সরকারের তরফ থেকে দ্রুত ও কার্যকরী সিদ্ধান্তের দাবী জানাচ্ছি। অন্য- থায় আমরা আন্দোলনে যেতে বাধ্য হব।আরেক বিজ্ঞ আইনজীবী মোঃ আলী আশরাফ মাসুম জানান,শুধু আইনজীবী নয়,প্রতিটি মানুষের ঘরে অন্তত দুবেলা খাবার সরকারের পৌঁছে দেয়া উচিৎ,আগামী দুই মাসের জন্য।শুধু ফটো সেশন করে লোক দেখানো সাহায্য করে কাজের কাজ কিছুই হবে না।নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েক্ জন আইনজীবী জানান সর্ব প্রথমে আমাদের আইনজীবী সমিতির ফান্ড থেকে প্রত্যেক আইনজীবীকে জীবন ধারণের জন্য নুন্যতম ৩০/৫০ হাজার টাকা দেয়ার ব্যাবস্থা গ্রহন করা উচিত।যায় হোক অন্যান্য পেশাজীবীর মত আইনজীবী সমিতির পাশে সরকারের দাড়ানো উচিৎ,একথা অনস্বীকার্য।