ফরিদপুরের বাজার নিয়ন্ত্রণে রাখতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বিশেষ এক অভিযান ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রাণঘাতি ভাইরাস করোনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। এ কারণে সাধারণ জনগণ অতিরিক্ত পণ্যে ক্রয় করে বাড়িতে মজুদ করে কিনা বা বিক্রেতারা অধিক দামে বিক্রি করছে কিনা তা সরেজমিনে দেখতেই মূলত এ অভিযান।
আজ ১৮ মার্চ ২০২০ বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা এবং ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সার্বিক সহযোগিতায় চকবাজার ও নিউমার্কেট এলাকায় তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়।
পরে বাজার বণিক সমিতির কার্যালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্হিতি, মজুদ ও মূল্য পর্যালোচনা শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, অভিযানকালে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ, মজুদ এবং বাজার মূল্য স্বাভাবিক পরিলক্ষিত হয়।
করোনা ভাইরাসে আতংকিত হয়ে প্রয়োজনের অধিক নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ ক্রয় করে অযথা কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য ভোক্তা ও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।
এছাড়াও ফেস মাস্ক সরকার কর্তৃক নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রয় করার অপরাধে লোকমান ম্যানশনে অবস্হিত মিলন শেখ ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, জেলা সিভিল সার্জন অফিসের স্যানিটারী ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান সহ চকবাজার বনিক সমিতির সদস্যবৃন্দ। তদারকি কাজে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।