• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সচল হলো

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সচল হলো

হারুন আনসারী রুদ্র, সাংবাদিক ও কলামিস্ট : ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) অবশেষে চালু করা হয়েছে। দীর্ঘদিন অচল হয়ে পড়ে থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিলো ইউনিটটি।

বর্তমানে করোনা চিকিৎসার তোড়জোড় শুরু হলে নজর পড়ে এই ইউনিটের দিকে। তারপর এটি সচলের উদ্যোগ নেয়া হয়। এতে করোনাভাইরাসে  আক্রান্তদের চিকিৎসায় কিছুটা হলেও অগ্রগতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার বিকেল পর্যন্ত আইসিইউ এর ১০টি ভেন্টিলেটর চালু হওয়ায় এখানে মুমূর্ষু রোগীদের চিকিৎসা দেয়া সম্ভব হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। এরইমধ্যে এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য ২০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
ফমেক হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, জেলায় করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য সম্প্রতি ইউনিটটি চালুর উদ্যোগ নিতে গেলে দেখা যায় ১৬টি বিশেষায়িত শয্যার ভেন্টিলেশন সবই অচল হয়ে আছে। এরপর ঢাকা হতে প্রকৌশলী এনে সেগুলো মেরামতের উদ্যোগ নেয়া হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।