বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামিলীগ নেতা আলহাজ্ব নুরুল আমিন এর উদ্যোগে চাউল বিতরণ
এম এ আহমেদ আরমান, ব্যুরো চীফ, চট্টগ্রাম বিভাগঃ মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত ২৬ মার্চ হতে ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে।
এতে গরিব, দিনমজুর, নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরণ-পোষণ যোগাতে পারছে না। এ ধরনের মানুষের সাহায্যার্থে হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন আওয়ামিলীগ এর সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী, জুবিলী এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী আলহাজ্ব মোঃ নুরুল আমিন (জুবিলী) শনিবার (১৮এপ্রিল) অস্বচ্ছল পরিবারকে ২০৫ বস্তা ও স্থানীয় নাঙ্গলমোড়া মাদ্রাসায় ৫ বস্তাসহ মোট ২১০ বস্তা চাউল উপহারস্বরূপ প্রদান করেন।
হাটহাজারী উপজেলা আওয়ামিলীগ এর সদস্য ও নাঙ্গলমোড়া ইউনিয়ন আওয়ামিলীগ এর সাবেক সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ নুরুল আমিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ মান্য করে জনগণ কোয়ারেন্টাইন পালন করছে। অনেক পরিবার আছে দিনে এনে দিনে খায় এবং নিন্ম মধ্যবিত্ত আয় রোজগার বন্ধ, মানবতা জয় করার লক্ষ্যে আর তারা যেন ঘর থেকে বাহির না হয়, সেজন্যে আমি এই ক্ষুদ্র উপহার সামগ্রী প্রদান করলাম। আমরা সম্মিলিতভাবে একটা ফান্ড গঠন করার চেষ্টা করছি যেটির কার্যক্রম হবে সম্পূর্ণ এলাকায় গরীব এবং নিন্ম মধ্যবিত্ত যাবে না কেউ বাদ, সবার ঘরে ঘরে পৌঁছে যাবে ভালবাসার থলে। যে থলে তে থাকবে একটি পরিবারের নূন্যতম এক মাসের খাবার সামগ্রী। আমাদের ফান্ড গঠন করার জন্যে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি এবং আমার ব্যক্তিগত সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।