• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

ফরিদপুর সিন্ডবি ঘাট লকডাউনরত যৌনপল্লীর  

১৮৮ জন যৌন কর্মীকে খাদ্য সহায়তা দিল আমেরিকার দুই নাগরিক

১৮৮ জন যৌন কর্মীকে খাদ্য সহায়তা দিল আমেরিকার দুই নাগরিক

এস এম মনিরুজ্জামান, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর শহরতলীর সিন্ডবি ঘাট লকডাউনরত  যৌনপল্লীর ১৮৮জন যৌন কর্মীর এক সপ্তাহের খাদ্য সামগ্রী প্রদান করলেন আমেরিকার দুই নাগরিক জ্যাকোব বারলিন ও জয়া। রবিবার সকালে যৌন কর্মীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন আমেরিকার দুই নাগরিক জ্যাকোব বারলিন ও জয়ার বাংলাদেশের বন্ধু সমাজ সেবা অফিসার এস এম সুজাউদ্দিন রাশেদ। এসময় উপস্হিত ছিলেন সিন্ডবি ঘাট আমরা দেশ গড়ি সংস্হার নিবার্হী পরিচালক মোঃ আলম শেখ ,স্বেচ্ছাসেবী কামরুজ্জামান সুমন ও এ এস এম আব্বাস রেন্টু। খাদ্য সামগ্রী হিসেবে ৮ কেজি  চাউল,১ কেজি ডাউল,১ কেজি আলু,২কেজি পেয়াজ,১ লিটার তৈল,১ হালি ডিম ও একটি সাবান । সমাজ সেবা অফিসার এস এম সুজাউদ্দিন রাশেদ বলেন,গত মাসে ফরিদপুরের প্রশাসন করোনা ভাইরাসের কারনে শহরের রথখোলা ও সিএন্ডবি ঘাটের  দুটি যৌন পল্লী লকডাউন ঘোষনা করেন। লকডাউনের কারনে এই যৌনর্মীরা বেকার হয়ে পরে। তিনি বলেন আমি এই যৌন কর্মীদের মানবিক সহায়তার জন্য আমার আমেরিকার দুই বন্ধুর নিকট বলি।  তারা আমার আহবানে  সিএন্ডবি ঘাটের ১৮৮ জন যৌন কর্মীর জন্য মানবিক সহায়তার জন্য আমাকে দায়িত্ব দেন। সে মোতাবেক আজ তাদের এই সহায়তা দেওয়া হলো।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।