• ঢাকা
  • বুধবার, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
ফরিদপুরের ডিসি- এসপি একযোগে নামলেন করোনা সচেতনতায়

করোনা ভাইরাস সচেতনতায় একযোগে প্রচারনায় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এবং পুলিশ সুপার মো: আলিমুজ্জামান

এবার রাস্তায় নামলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার জনসাধারণকে করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিতে।

১৯ মার্চ বেলা সাড়ে ১১টার সময় ফরিদপুর শহরের মুজিব সড়কে জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার আলিমুজ্জামান হাতে করোনা ভাইরাস প্রতিরোধে করণী বিষয়ক লিফলেট ও মাস্ক নিয়ে সড়কে চলাচলকারি মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিতরণ করেন।

এসময় ডিসি ও এসপি তাদের (মানুষকে) ভাইরাস বিষয়ে আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।

প্রচারণায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ এগিয়ে এসে করোনা ভাইরাস প্রতিরোধে করণী বিষয় শোনেন। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, ট্রাফিক ইন্সেপেক্টর মো. ইলিয়াস হোসেন, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ প্রমুখ ।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, নিয়মিত সাবান দিয়ে হাত পরিস্কার রাখতে হবে, জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলেন, অপ্রয়োজনে শিশুদের ঘরের বাইরে আনা বিরত থাকতে কবে। শারীরিক কোনো সমস্যা দেখা সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ গ্রহনের আহবান জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।