ফরিদপুরঃ
ফরিদপুরে করোনা ভাইরাস আতঙ্কে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট সৃষ্টির বিরুদ্ধে অভিযানে দুই চাউল ব্যাবসায়ীকে জরিমানা
ফরিদপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট সৃষ্টির বিরুদ্ধে শহরের বিভিন্ন বাজারে অভিযান চালোনো হয়। বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ ও ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসানের নেতৃতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ভাবে অভিযান চালানো হয়। এসময় চকবাজার মেসার্স রামকৃষ্ণ ভান্ডার বিমল সাহা নামের এক চাউলের ব্যাবসায়ীকে মূল্য তালিকা থেকে চাউলের দাম বেশী নেওয়ার কারনে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ ধারা মতে ১৫,০০০/-(পনের হাজার) টাকা জরিমানা করা হয়। এরপরে হেলিপোট বাজার বিসমিল্লাহ ট্রেডার্স হাফিজুর রহমান নামে এক ব্যাবসায়ী মূল্য বেশী নেওয়ায় ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের নিরাপদ খাদ্য পরিদর্শক (এসএফআই) মোঃ বজলুর রশীদ খান সহ আইন শৃঙ্খলা বাহিনী।